sponsor

sponsor

Slider

Categories

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Archive

Post Bottom Ad

Responsive Ads Here

Author Details

Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

Breaking

Fashion

News

Food

Sports

Food

Technology

Featured

Sponsor

ads

Videos

Text Widget

Sample Text

Contact Form

Name

Email *

Message *

Categories

Breaking News

Popular

Responsive Ads Here

Popular Posts

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

» » যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকি!পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকি!পাকিস্তানের


‘পাকিস্তানের পরমাণু বোমা ইসলামের সম্পদ। জেরুসালেম মুক্ত করার জন্য এই অস্ত্রই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। এটা আমার প্রকাশ্য ঘোষণা।’ 
পাকিস্তানকে দেওয়া সামরিক অনুদান বন্ধ করে দেওয়ার বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্যুইট করার পরই এমন কড়া ভাষাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল পাকিস্তানের হাফিজ সাঈদ।


জাতিসংঘের সাধারণ পরিষদে হুমকিতে ভোটদানে বিরত ৩৫ দেশ!

জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির আগে হুমকি দিয়েই রেখেছিল যুক্তরাষ্ট্র। সেই হুমকিতেই কি না, জেরুজালেম নিয়ে উত্থাপিত প্রস্তাব নিয়ে বৃহস্পতিবারের ভোটাভুটিতে ৩৫ সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত থাকল। যদিও পরিষদে ওই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির বিপক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। প্রস্তাবের বিপক্ষে মাত্র ৯টি দেশ ভোট দিয়েছে। কিন্তু ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, ইসরায়েল, গুয়াতেমালা, হন্ডুরাস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ ও টোগো। অনুপস্থিত থাকা দেশগুলোর মধ্যে কানাডা ও মেক্সিকো রয়েছে।

যদিও এই প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই যুক্তরাষ্ট্রের। তবে এটা যে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াল, তাতে কোনো সন্দেহ নেই।

এই ভোটাভুটির আগেই সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিক্কি হ্যালি ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিলে সেই দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন’ গত মঙ্গলবার। তিনি বলেছিলেন, সাধারণ পরিষদে ‘আমাদের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোর’ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিবেদন দিতে বলেছেন। এই মার্কিন দূত হুঁশিয়ার করে বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই ভোটাভুটিকে ব্যক্তিগতভাবে নিয়েছেন। প্রেসিডেন্ট এই ভোটাভুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেবে, আমার ওপর নির্দেশ আছে যাতে ওই দেশগুলোর নাম সংগ্রহ করে তাঁর (ট্রাম্প) কাছে একটা প্রতিবেদন দিই। আমরা জেরুজালেম প্রশ্নে প্রত্যেকটা ভোটের হিসাব রাখব।’
শুধু তা–ই নয়, যে দেশগুলো সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দেবে, তাদের অর্থনৈতিক সহায়তা বন্ধেরও হুমকি দেয় মার্কিন প্রশাসন।

এর আগে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরুজালেম প্রশ্নে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে মিসর। নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় ওই প্রস্তাব বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪ দেশের ভোট ওয়াশিংটনের জন্য ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন হ্যালি।

৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়।



 ৩ জেএমবির  সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে অভিযান চালিয়ে তিন জেএমবির গায়েরে এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বইও পাওয়া যায়।
গতকাল রবিবার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকোসংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরা মতিবাজার গ্রামের মৃত নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), ধোবরা গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও লক্ষীপুর মোবারকপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)। এ সময় তাদের কাছ থেকে ৪টি জিহাদি বই, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, একটি টর্চ লাইট, একটি গ্যাস লাইটার, জাতীয় পরিচয়পত্র ও পানির বোতল উদ্ধার করা হয়।
র‌্যাব জানিয়েছে, রবিবার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকোসংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায় র‌্যাব। এ সময় গোপন বৈঠক চলাকালে আজিবুল হক ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। কয়েকজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আজিবুল হক ও সাইফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর মোবারকপুর গ্রামে পলাতক জঙ্গি মো. তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে তার শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

জানা গেছে, র‌্যাব ৫ ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম এবং সিপিসি ১, চাঁপাইনবাবগঞ্জের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ভূমিকম্প অনুভূত মিয়ানমারে
অনলাইন ডেস্ক : মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের মনিওয়ায় শুক্রবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। দেশটির আবহাওয়া দপ্তরের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানায়। খবরে বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ০২:৫৩:৩৪ টায় ভূ-পৃষ্টের ৭৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মান্ডালের ১৮৫.৬ কিলোমিটার পশ্চিম এবং মনিওয়ার ৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply