sponsor

sponsor

Slider

Categories

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Archive

Post Bottom Ad

Responsive Ads Here

Author Details

Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

Breaking

Fashion

News

Food

Sports

Food

Technology

Featured

Sponsor

ads

Videos

Text Widget

Sample Text

Contact Form

Name

Email *

Message *

Categories

Breaking News

Popular

Responsive Ads Here

Popular Posts

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

যেসব ফাইল কম্পিউটার স্লো করে দেয়

কম্পিউটারে এমন কিছু ফাইল সংরক্ষিত থাকে যা অকাজের। এসব ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট করে আপনি অনেকটা স্পেস বাঁচিয়ে নিতে পারবেন আপনার কম্পিউটারে। একই সঙ্গেবেড়ে যাবে আপনার কম্পিউটারের স্পিড।

Temp Folder
টেম্প ফোল্ডারে উইন্ডজের সব টেম্পোরারি ফাইল সেভ হয়ে থাকে। যেমন ধরুন আপনি কম্পিউটারে ছবির ফোল্ডার খুললে ফাইল এক্সপ্লোরারে সব ছবির থাম্বনেল দেখায়। সেখান থেকে আপনি ছবি পছন্দ করে ওপেন করেন আপনার প্রিয় ছবিটি। কিন্তু এই থাম্বনেগুলো দেখানোর জন্য উইন্ডোজ একটি ফাইল ক্রিয়েট করে। যা পরে আপনার কম্পিউটারে আর কোন কাজে লাগে না। 
The Hibernation File
আপনি যদি কম্পিউটারটি হাইবারনেট করেন তবে আপনার কম্পিউটারের সব কাজ সেভ হয়ে যায় কিছু ফাইলে। আর এই ফাইলগুলি থেকে যায় আপনার হার্ড ড্রাইভে। পরে আপনি আবার কম্পিউটারটি চালালে সেখান থেকেই আবার শুরু হয় কাজ। কিন্তু এই ফাইলগুলির আর প্রয়োজন পড়ে না আপনার। তাই হাইবারনেশন ফাইল ডিলিট করতে আপনাকে Command Promt এ Shift প্রেস করে রাইট ফ্লিক করে Run As Administrator এ ক্লিক করতে হবে। এরপর কমান্ড প্রমটে টাইপ করতে হবে "powercfg.exe/hibernate off"।
C:WindowsTemp পাথে সেভ হয়ে থাকে এই ফাইলগুলি। এই পাথে গিয়ে ‘Ctrl+A' প্রেস করে সবকটি ফাইল সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিন। এখানে আপনাকে এই ফাইল ডিলিট না করার জন্য জানানো হবে। যা আপনি অগ্রাহ্য কিরে ডিলিট করে দিন কম্পিউটারের সব টেম্প ফাইল।
Downloaded Program Files
ইন্টারনেট এক্সপ্লোরারের ActiveX control ও Java applet এর জন্য তৈরি হয় এই ফাইলগুলি। পরে কোন কাজে লাগে না এই ফাইলগুলি। তাই চাইলে ডিলিট করে দিতে পারেন এই ফাইলগুলো।
Recycle Bin
আপনি যখনি কম্পিউটার থেকে ডিলিট প্রেস করে ফাইল বা ফোল্ডার ডিলিট করেন তখন এই পুরোপুরিভাবে ডিলিট হয় না আপনার কম্পিউটার থেকে। এই ফাইলগুলি সেভ হয়ে থাকে আপনার রিসাইকেল বিনে। পরে আপনি চাইলে রিস্টোর করতে পারেন রিসাইকেল বিনের যেকোন ফাইল বা ফোল্ডার। আর এই ফাইলগুলি অনেকটা যায়গা নিয়ে বসে থাকে হার্ড ড্রাইভে। তাই রিসাইকেল বিনে গিয়ে আলাদা করে ডিলিট করতে পারেন প্রতিটা ফাইল। অথবা রিসাইকেল বিনে যদি কোন প্রয়োজনীয় এমন কোন ফাইল না থাকে যেটা ভবিষ্যতে আপনার লাগতে পারে তবে রিসাইকেল বিনে রাইট ক্লিক করে ‘Empty Recycle Bin' সিলেক্ট করতে পারেন। এরপর কনফার্ম করে দিলেই সম্পূর্ণ খালি হয়ে যাবে রিসাইকেল বিন।
Windows.old Folder
আপনি যখন উইন্ডোজ আপডেট করেন তখন আপনার কম্পিউটারে থেকে যায় পুরনো উইন্ডোজের কিছু ফাইল। আপডেটে কোন সমস্যা হলে উইন্ডোজ আবার পুরনো ভার্সানে ফেরৎ যাওয়ার জন্যই এই ফাইল সেভ হয়। তবে আপডেটের ১০ দিন পরে নিজে থেকেই ডিলিট হয়ে যায় এই ফাইলগুলি। এই ১০ দিনের মধ্যে আপনি ডিলিট করে দিতে পারেন এই ফাইলগুলি।


খেজুরে এক কেজিতে লাভ ১ হাজার টাকা!


পাইকারি ও খুচরা বাজারে এক কেজি পণ্যের দামের পার্থক্য কত হতে পারে? ২০ টাকা, ৫০ টাকা, পণ্যভেদে খুব বেশি হলে ১০০ টাকা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, দেশের বাজারে বিক্রি হওয়া সৌদি আরবের ‘আজওয়া’ খেজুরের ক্ষেত্রে পাইকারি ও খুচরায় দামের পার্থক্য ১ হাজার ২০০ টাকা! আমদানিকারকেরা বলছেন, এই খেজুর বিক্রি করে খুচরা বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজিতে ১ হাজার টাকার বেশি লাভ করছেন।

গতকাল বুধবার চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকেরা আজওয়া খেজুর পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা। এই খেজুরই প্যাকেটজাত করে ঢাকা, চট্টগ্রামসহ বড় কয়েকটি শহরের অভিজাত দোকানে বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। দেশের নামী সুপারশপগুলোতে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ৩০০ গ্রাম আজওয়া খেজুর বিক্রি হচ্ছে ৮৪০ টাকায়।

সৌদি আরব থেকে আমদানি করা দামি আরেকটি খেজুর ‘আম্বার’। ৪০০ গ্রাম প্যাকেটের এই খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। কেজিতে দাম পড়ছে ২ হাজার ৭৫০ টাকা। অথচ এই খেজুর আমদানিকারকেরা বিক্রি করছেন ১ হাজার ৫০০ টাকায়। প্রতি কেজিতে দামের ব্যবধান ১ হাজার ২৫০ টাকা। 

খেজুর আমদানিকারক ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, খাতুনগঞ্জে এখন যে দামে আজওয়া বা আম্বার খেজুর বিক্রি হচ্ছে, খুচরায় তার চেয়ে প্রতি কেজি ১০০-২০০ টাকার বেশি হওয়ার কথা নয়। খেজুর হিমাগারে সংরক্ষণ, পরিবহন ও প্যাকেটজাত করার খরচ হিসাবে নিলেও খুচরা বাজারে এত বেশি দাম স্বাভাবিক কোনো ঘটনা নয়।